শিবপুরে ইউএনও’র বিভিন্ন বাজার মনিটরিং

প্রকাশ | ১৬ মার্চ ২০২৪, ১৭:২৪

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো: সজীব। 

শনিবার দিনব্যাপী তিনি উপজেলা শিবপুর বাজার, কলেজ গেইট বাজার, ইটাখোলা বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করেন। 

এসময় তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় এর মূল্য তালিকা সাটানোর জন্য ব্যবসায়ীদের দিকনির্দেশনা দেন। 

এছাড়া কোন ব্যবসায়ী যদি মাছ, মাংস, তরমুজ, খেজুর, ফলফলাদি, লেবুসহ অন্যান্যপণ্য অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করেন এবং ভেজাল পণ্য বিক্রয় করেন তাহলে তাকে আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুশিয়ারী দেন। 

এসময় তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অভিযান পরিচালনাকালে একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ায় তা অকেজো করে দেন।
ইউএনও শাহ মো: সজীব যায়যায়দিনকে বলেন, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের নির্দেশনায় পবিত্র মাহে রমজানে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করতে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

যাযাদি/ এম