বারহাট্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

প্রকাশ | ১৭ মার্চ ২০২৪, ১৯:৩০

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পন, দোয়া, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। রোববার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। এ সময় অন্যদের মধ্যে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মোঃ তানবীর আহমাদ, প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুর কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর  আক্তার সায়লা, প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু, বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক শাহিনুর রহমান শাহীন, ইসলামিক ফাউন্ডেশনের মুজাক্কির প্রমুখ বক্তব্য রাখেন।    

 

 

যাযাদি/এসএস