আটোয়ারী উপজেলা সদরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরা স্থাপন

প্রকাশ | ১৮ মার্চ ২০২৪, ১৯:৫৩

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরের আশপাশ চব্বিশ ঘন্টা আইনশৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষন করা সহ সর্বসাধারনের জানমালের নিরাপত্ত¡ার কথা বিবেচনা করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে স্থানীয় প্রশাসন। সোমবার বিকেলে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধনের মধ্যদিয়ে তথ্যপ্রযুক্তির এই যূগে আরেক ধাপ এগিয়ে থাকল উপজেলা সদরবাসী। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজনুবিন রহমান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় কয়েক লক্ষাধিক টাকা ব্যায় করে উপজেলা সদরের সম্মুখভাগ, ফকিরগঞ্জ বাজার, কলেজ মোড় ও পল্লীবিদ্যুৎ মোড়ে মোট ৪৪ টি ক্যামেরা স্থাপন করা হয়। পাশাপশি উক্ত ক্যামেরাগুলো মনিটরিংয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও আটোয়ারী থানায় পৃথক দুটি মনিটর বসানো হয়েছে।

 

যাযাদি/এসএস