গাংনীতে ১২ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশ | ১৯ মার্চ ২০২৪, ১৭:২৮

গাংনী(মেহেরপুর)প্রতিনিধি

শেখ লুৎফর রহমান জুয়েল(৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টীম চুয়াডাঙ্গার দর্শনা থানার কেদারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। শেখ লুৎফর রহমান জুয়েল ১২ টি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

সে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, শেখ লুৎফর রহমান জুয়েলের বিরুদ্ধে ১২ টি মামলা হয়। তার অনুপস্থিতিতে ১২ টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়। প্রশাসনের লোকজনের চোখ ফাঁকি দিয়ে সে বিভিন্ন স্থানে অবস্থান করতো। তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাবের একটি টীম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরার কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

যাযাদি/ এম