পার্বতীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ১২:৩৬

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পার্বতীপুর উপজেলায় গত ১২ মার্চ ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নে সোনাপুকুর বাসস্ট্যান্ড শেখপাড়া রাবেয়া মিল সংলগ্ন আটটি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে দুই বান টিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

ত্রাণ সহায়তার টিন ও চেক প্রদান করেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও সদ্য যোগদানকারী ইউএনও ফাতেমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও বিপুল কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন ও পি আই ও।

যাযাদি/ এসএম