দেবহাটায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ১৭:১০

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে পুকুরের পানিতে লুকিয়ে রাখা দুই বস্তা ফেনসিডিল উদ্ধার সহ আকতারুল ইসলাম (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মাদক কারবারি আকতারুল ইসলাম উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃত মাদক কারবারি আকতারুলের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই মাদক কারবারি। সেসময় অভিযানিক দলের সদস্য ও স্থানীয়দের সহায়তায় আকতারুলকে আটকের পর তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পূর্ব পাশের একটি পুকুরে পানির নিচে লুকায়িত অবস্থায় রাখা দুটি প্লাস্টিকের বস্তাভর্তি ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে মাদক কারবারি আকতারুলকে জব্দকৃত ফেনসিডিল সহ দেবহাটা থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন অভিযানের নেতৃত্বে থাকা খুলনা র‌্যাব-৬ এর ডিএডি আনোয়ারুল ইসলাম।

যাযাদি/ এম