সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকীতে ভৈরবে আলোচনা সভা 

প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ১৯:৫৩

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ জন্মস্থান কিশোরগঞ্জের ভৈরবে কোরআন খতম, দোয়া মাহফিল, স্মৃতিচারণ ও পুষ্পমাল্য অর্পণ সহ নানা আয়োজনে মহান এ নেতার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।  

বুধবার (২০ মার্চ) সকালে স্থানীয় আওয়ামী লীগ এর আয়োজনে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ভৈরবের সূর্য সন্তান ও প্রয়াত এ মহান নেতার অনুপস্থিতির ক্ষতি কোনোদিন পুষিয়ে উঠা যাবেনা উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতির রাজনৈতিক জীবনের বিভিন্ন কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয়।

পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সঞ্চালনায় ও  উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখে, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্ট, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান,নউপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেফায়াত উল্লাহ,পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

যাযাদি/ এম