বানিয়াচংয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ১৬:৪২

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলায় কর্মরত কর্মকর্তা, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা বলেন, বানিয়াচং হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রাম। 

এ গ্রামের ঐতিহ্য সুপ্রাচীন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনও ঠুনকো বিষয় নিয়ে গ্রাম্য দাঙ্গায় মানুষ হতাহত হচ্ছে। যা অত্যন্ত পীড়াদায়ক বিষয়। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকল শ্রেণিপেশার ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, আব্দুল আহাদ মিয়া, মঞ্জুু কুমার দাস, অধ্যক্ষ স্বপন কুমার দাশ ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।

যাযাদি/ এম