মধুপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ১৯:৩০

ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে পবিত্র রমজান ও আসন্ন ঈদ- উল- ফিতর ২০২৪ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এর আয়োজনে মধুপুর থানা চত্বরে  বৃহস্পতিবার (২১ মার্চ) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন,সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমী, মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান ও থানার পরিদর্শক অফিসার আপেল মাহমুদসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তা,বাস মালিক সমিতি,সিএনজি মালিক ও শ্রমিক সমিতি,স্বর্ণ ব্যাবসায়ী,বিকাশ এজেন্ট, ফিলিং স্টেশন সহ অন্যান্য ব্যবসায়ী সমিতির প্রধানগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ঈদের সময় চুরি,ছিনতাই, ডাকাতি, প্রতারণা মূলক কর্মকাÐ যাতে না হতে পারে সে লক্ষে অপরাধীদের চিহ্নিত করতে পৌর শহর কে সিসি ক্যামেরার আওয়তায় আনা সহ সকল কে সচেতন হওয়ার জন্য বক্তারা আহবান জানান। সেই সাথে জন নিরাপত্তায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও তারা জানান।

 

যাযাদি/এসএস