হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশ | ২১ মার্চ ২০২৪, ১৯:৩১

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

জানাগেছে, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদ শুন্য হওয়ায় আগামী ৩ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত উপ-নির্বাচনে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্র জমাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) লোকমান হোসেন প্রমুখ।  

পদত্যাগ পত্র জমা শেষে আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, দুই দুইবার হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছি, এবার সুযোগ এসেছে জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি পদত্যাগ পত্রের বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছে।

 


যাযাদি/এসএস