গোবিন্দগঞ্জে বালুু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশ | ২৪ মার্চ ২০২৪, ১৯:৫৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ বালুু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার বিকেলে  উপজেলা নির্র্বাহী অফিসার রাসেল মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন শফিক এই অভিযান পরিচালনা করেন।  

এসময় তারা উপজেলার রাখালবুরুজ ইউিনিয়নের তসকর পাড়া, কাজী পাড়া, বড়ব্রীজ সংলগ্ল স্থানে  বাঙ্গালী ও কাটাখালী নদীর  বেশ কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে ১টি বড় ডেজার সহ বালুু তোলা ও  মাটি বিক্রির কাজে ব্যবহৃত  বিভিন্ন সামগ্রী ধ্বংস করা হয়। 

এছাড়াও গত শুক্রবার সহকারী কমিশনার এস এম আব্দুল্লাহ বিন শফিক  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়ায় কাটাখালি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে ৬ টি মেশিন নদীতে ডুবিয়ে দেন এবং বিপুল পরিমান পাইপ ড্রামসহ বালু উত্তোলন কাজে অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। 

যাযাদি/ এম