সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ১৯:০৩

সুবর্ণচর (নোয়াখালী)প্রতিনিধি

সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ সাবেক ইউপি সদস্য ও বনদস্যু কমান্ডার  মো.জসিম উদ্দিন রায়হান ওরফে রানা (৫০) নামের সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বর থানা পুলিশ।

সোমবার (২৫ মার্চ) ভোরে উপজেলার চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজুবিলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে। রানা চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও চর মহিউদ্দিন গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে।

পুলিশ জানায় , জসিম উদ্দিন রায়হান ওরফে রানা দীর্ঘদিন ধরে এলাকায় জায়গা জমি দখল করে আসছে। ২৫মার্চ ভোরে  বিশেষ অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করেছে চরজব্বর থানা পুলিশ। এ সময় তার কক্ষ থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও একটি লোহার তৈরি ধারালো লম্বা বগি দা জব্দ করা হয়।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, জনসাধারণের উপস্থিতিতে জব্দকৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের অস্ত্র উদ্ধারের  ভিডিও প্রমাণ আছে। আসামিকে আজ দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

যাযাদি/এসএস