মেঘনা নদীতে অভিযানে ৬১ জন জেলে আটক

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ২০:৩০

হিজলা, বরিশাল প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন,  র‍্যাব, বরিশাল- ৮, নৌ পুলিশ ফাঁড়ি হিজলা, বরিশাল এর যৌথ অভিযানে  হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে ৬১ জন জেলে কে আটক করা হয়েছে। ৬১ জনের মধ্যে ৭ জন কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৫২ জন কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ জন কে ৫০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, অফিসার ইনচার্জ, নৌ পুলিশ ফাঁড়ি, হিজলা, মোঃ তরিকুল ইসলাম তালুকদার। ডিএডি মোঃ জামাল উদ্দিন, র‍্যাব, বরিশাল ৮, এসআই রফিকুল ইসলাম, হিজলা থানা। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে হিজলা মৎস্য অধিদপ্তর হরিনাথপুরের  মেঘনা নদী থেকে একটি ট্রলার জব্দ করেন, জব্দকৃত ট্রলার থেকে ৫২ লক্ষ ৩০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেন। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। জালগুলো পরে বিনষ্ট করা হয়।

যাযাদি/এসএস