আমতলীতে গণহত্যা দিবস পালিত

প্রকাশ | ২৫ মার্চ ২০২৪, ২০:৩২

আমতলী(বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়াম্যোন এড,  এম, এ কাদের মিয়া, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান  বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আখতারুজ্জামান খান বাদল, রফিকুল ইসলাম রিপন, সেহেলী পারভীন মালা কৃষি কর্মকর্তা মো: ইসা, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্বা এড, এ,কে,এম সামসুদ্দিন সানু, প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম (প্রমুখ) অনুষ্ঠান সঞ্চালনা করেন আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: রেজাউল করিম।

আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযেগিতায় বীজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।     


যাযাদি/ এম