ঘাটাইলে গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ১৩:৩৪

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের কাউটেনগর গ্রামের গৃহবধূ মোছা. পিয়াসা খাতুন (১৯) স্বামী মো. আনিছুর রহমান (২২)  এর বিরুদ্ধে নির্যাতন করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৫ মার্চ) স্বামী এবং শ্বশুর মোঃ কেরামত আলী (৫২) শাশুড়ী  মোছা. আমেনা বেগম (৪৫) এর বিরুদ্ধে মা মোছা. রেহেনা বেগম ঘাটাইল থানায় একটি এজাহার দায়ের করেছে। 

এজাহার থেকে জানা যায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের গুনগ্রামের  মো, জাহাঙ্গীর আলম এর মেয়ে কাউটে নগর কেরামত আলীর ছেলের সাথে ৭ মাস পূর্বে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে শ্বশুর শ্বাশুড়ি এবং স্বামী অত্যাচার শুরু করে। গত ২৪ মার্চ মোবাইলে কন্যা পিয়াসা মা বাবা কে ফোন করে জানান, আমাকে শারীরিক নির্যাতন করেছে। পরদিন দুপুর বেলায় খবর পায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এবিষয়ে ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু সালাম মিয়া জানান, আমরা লাশ এনে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বলতে পারব তার মৃত্যুর কারণ।