রায়পুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা 

প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ১৪:০৯

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের  রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

দুপুরে উপজেলা প্রশাসন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট, সহকারী কমিশনার  (ভুমি) মনিরা খাতুন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুলপাঠান,  সাবেক মেয়র হাজী ইসমাঈল হোসেন খোকন  ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায়, এসময় , বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এসএম