হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে চোরাই তেল জব্দ

প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ১৭:৫২

হাতিয়া প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে চোরাই ভাবে আসা ২৬০০ লিটার সয়াবিন তেল ও ২০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপর দেড় টার  দিকে উপজেলার নলচিরা ঘাট থেকে এ তেল জব্দ করা হয়। 

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি হাতিয়া স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম রফিকুল ইসলাম সিপিও জানান আজ দুপুর দেড় টার দিকে হাতিয়ার নলচিরা ঘাটে চোরাই পথে আসা ২৬০০ লিটার সয়াবিন তেল ও ২০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে। 

তিনি আরো জানান, চোরাকারবারি তেল ব্যবসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি  টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত তেল হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সরওয়ার এর নিকট হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এম