চিতলমারীতে মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ২০:০১

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীর  স.ম ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কর্মসূচির  মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া ও আলোচনা সভা, শিক্ষার্থীদের  গ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা । এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রাজু আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের  ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবেদুজামান রিয়াজ খান। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থা কমিটির সদস্য  শিক্ষক প্রতিনিধি কাজী নওশের আলী,  অভিভাবক সদস্য ও  ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফ আল মামুন খান। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

যাযাদি/এসএস