ফেনীতে গরিব-দুস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ

প্রকাশ | ২৬ মার্চ ২০২৪, ২১:১৪

ফেনী প্রতিনিধি

বর্ডারগার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মনবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যানমুলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ডার গার্ড বাংলাদেশ  এর সদর দপ্তর সহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশ  দুস্থ  ও বিপন্ন মানুষের মাঝে ইফতার, রাতের খাবারও খাদ্য সামগ্রী বিতরণ  কার্যক্রম পরিচালনা করছে। 

এই মহতি উদ্যোগের অংশ হিসেবে অদ্য ২৬ মার্চে বিজিবি উত্তর  পুর্বরিজিয়ন, সরাইল সহ অধিনস্হ কুমিল্লা সেক্টর এবং ফেনী ব্যাটালিয়ন, ৪ বিজিবি, কর্তৃক দায়িত্ব পুর্ন এলাকায় ও দুস্থ দরিদ্রদের মাঝে ইফতার,  রাতের খাবার  ও খাদ্য সামগ্রী দুইশো জনের মাঝে বিতরণ করা হয়েছে।

রমজান মাস আত্মশুদ্ধির ও সংযমের মাস। সে হিসেবে বিজিবি তাদের কার্যক্রমে অংশ গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান ফেনী ৪ বিজিবি  এর  সিও লেঃ কর্নেল শেখ মোঃ বদরুদ্দোজা। 

যাযাদি/ এম