উখিয়ায় বিশ্ব পানি দিবস পালিত

প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ১৬:৪০

উখিয়া (প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজার উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে । এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'শান্তির জন্য পানি’।

বুধবার (২৭ মার্চ) উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ওয়াশ সেক্টরের যৌথ উদ্যোগে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত  বিশ্ব পানি দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো  র‌্যালি ,আলোচনা সভা এবং উপকারভোগীদের মাঝে নিরাপদ পানি সংক্ষণের জেরিকেন ও ছাত্র-ছাত্রীদের জন্য উন্নত মানের ওয়াটার বোতল বিতরণ।

এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

উপজেলা জনস্বাস্থ উপসহকারী প্রকৌশলী শরিফ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন কুমাার বড়ুয়া রাজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, ওয়াশ সেক্টরের কো অর্ডিনেটর  তফাজ্জল হোসাইন, উপজেলা এনজিও বিষয়ক সমন্বয়ক সেলিম উদ্দিন , উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমূখ।আলোচনা সভায় ওয়াশ সেক্টরে কর্মরত সকল বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সুস্থ জীবন যাপন ও পানিবাহিত রোগ থেকে বাচতে  নিরাপদ পানি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

যাযাদি/ এম