কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপের টাকা বিতরণ

প্রকাশ | ২৮ মার্চ ২০২৪, ১৩:৩৫

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ (জানুয়ারী-জুন) সেশনের টাকা বিতরণ করা হয়েছে।  বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃত্তির টাকা  বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। 

এ সময় উপস্থিত ছিলের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মোছা. মনোয়ারা খাতুন, কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত ও সুফিয়া খাতুন প্রমুখ। জানুয়ারী-জুন কোয়াটারে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল পর্যায়ের ২০ জন এবং কলেজ পর্যায়ের ২৪ জন ছাত্রীর মাঝে এই টাকা বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০০৩ সাল থেকে জাপানী নারি হিরোকো কোবাইসির সহযোগিতায় কালীগঞ্জ উপজেলায় ৫০ এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৫০ মোট ১০০ জন মেধাবী মেয়েকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। স্কুল পর্যায়ে মাসিক ৪০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

যাযাদি/ এস