মুন্সীগঞ্জে ৩টি পাইপগান ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ | ২৮ মার্চ ২০২৪, ১৪:১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

মুন্সীগঞ্জ সদর উপজেলার বৈখর এলাকা থেকে ৩টি  দেশী পাইপগান , ২০টি রাবার কার্তুজ ও ৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।  গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ আব্দুল জব্বার ওরফে বাবু ও মোঃ রাশেল শিকদার । বাবু সদর উপজেলার বৈখর গ্রামের মৃত অফিজ উদ্দিন এর ছেলে এবং মোঃ রাশেল শিকদার সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের আমির আলী শিকদারের ছেলে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) মধ্য রাতের দিকে র‌্যাব-১০ অভিযান চালিয়ে বাবুর  নিজ বাড়ি এলাকা হতে তাদের গ্রেফতার করে। । 
র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা স্বীকার করে মে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ব্যাপারে র‌্যাবের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক ( মিডিয়া) এম.জে.সোহেল বলেন, দুই ব্যক্তিকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে। 

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই আসামীকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। 

যাযাদি/ এস