পশ্চিমাঞ্চল রেলের জিএমের কার্যালয়ে দুদকের অভিযান

প্রকাশ | ২৮ মার্চ ২০২৪, ১৬:৪৪

রাজশাহী অফিস

মালামাল কেনাকাটায় প্রায় তিন কোটি টাকার অনিয়মের অভিযোগ অনুসন্ধানে রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপনা পরিচালক কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুই ঘন্টাব্যাপি রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে দুদকের পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পরে আমির হোসাইন সাংবাদিকদের জানান, ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন মালামাল ক্রয় সংক্রান্ত কেনাকাটায় অডিট আপত্তি উঠেছে। বিশেষ করে তিনটি আইটেম কেনাকাটায় প্রায় তিন কোটি টাকার অনিয়ম নজরে এসেছে। 

বিষয়টি অনুসন্ধানের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। আমরা সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে পাঠানো হবে।

রেলওেয়ের পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক জানান, কেনাকাটার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কিছু হয়েছে কিনা দুদক সে বিষয়টি তদন্ত করছে। তাদের চাহিদা মত কিছু কাগজপত্র দেওয়া হয়েছে। বাকিগুলো সংগ্রহ করেছি। আগামী রোববার সেগুলো দিতে পারবো।

যাযাদি/ এম