ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিতদের ‌সাথে পুলিশ সুপারের মত বিনিময় সভা

প্রকাশ | ২৮ মার্চ ২০২৪, ২০:২৪

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সঙ্গে  ফরিদপুরের পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে ‌ উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম।

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, টিআই তুহিন লস্কর সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

সংক্ষিপ্ত মত বিনিময় সভায় পুলিশ সুপার  সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ফরিদপুরের বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকরা তাদের ভূমিকা তুলে ধরতে পারেন। এ সময় শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়, সেগুলো সমাধানে জেলা পুলিশের  সহযোগিতা কামনা করা হয়।

এ সময় ফরিদপুর সাংবাদিকবৃন্দ  জেলা পুলিশের বিভিন্ন কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তারা বলেন, ফরিদপুরে প্রেস ‌ এবং পুলিশের মধ্যে  চমৎকার সম্পর্ক রয়েছে। আর তাই ফরিদপুরের উন্নয়নে এই ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য সাংবাদিকরা ‌ জেলা পুলিশকে সবসময় সহযোগিতা করবে। 

এ সভায় ফরিদপুর প্রেস ক্লাবের  সভাপতি  কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলসহ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম