সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করলেন ভুটানের রাজা
প্রকাশ | ২৮ মার্চ ২০২৪, ২৩:১৪

বাংলাদেশে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে বিশেষ ইমিগ্রেশনে নিজ দেশে ফিরে গেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক। বৃহস্পতিবার পৌনে দুইটার দিকে সোনাহাট স্থলবন্দর পরিদর্শন শেষে বিশেষ ইমিগ্রেশনের মাধ্যমে ভারত হয়ে ভুটানের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
সোনাহাট স্থলবন্দরে এটিই কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।
এর আগে দুপুরে কুড়িগ্রামে ধরলা নদীর পূর্ব পারে ভুটান- বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রস্তাবিত জেটুজি ভিত্তিক বিশেষ অর্থনিতিক অঞ্চল পরিদর্শন করেন রাজা। এর মধ্য দিয়ে সোনাহাট স্থলবন্দরে বহুল প্রতিক্ষিত ইমিগ্রেশন প্রক্রিয়া একধাপ এগিয়ে গেলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুড়িগ্রামে ভুটানিজ অর্থনিতিক জোন সেই সাথে সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হলে ভারতের সেভেন সিস্টারসহ ভুটানের সাথে বানিজ্যিক সম্পর্কের মাইল ফলক সৃষ্টি হবে বলে ধারণা করছেন অর্থনীতিকরা।
যাযাদি/ এস