ফটিকছড়িতে সম্মিলিত বৌদ্ধ সমাজ আহ্বায়ক কমিটির সঙ্গে এমপি সনির শুভেচ্ছা বিনিময়

প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ১২:১৭

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) নবগঠিত সম্মিলিত বৌদ্ধ সমাজ আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা এমপি সনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় এ আহ্বান জানান তিনি।

এমপি সনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বদরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমান কাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। ‘দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। ’

এসময় উপস্থিত ছিলেন- দিবাকর বড়ুয়া চন্দন, অঞ্জন কুমার বড়ুয়া, আশীষ কান্তি বড়ুয়া, সমর বিকাশ বড়ুয়া, সজল বড়ুয়া বাবু, মাষ্টার দুলাল কান্তি ধর, রিটন বড়ুয়া, পবিত্র বড়ুয়া, মাষ্টার প্রকাশ বড়ুয়া, পূর্ণ্যমাছি চাকমা, সানু মং মারমা, পবন বড়ুয়া পংকজ, ইঞ্জিনিয়ার তাপস বড়ুয়া, নান্টু বড়ুয়া, বেদু বড়ুয়া, শ্যামল বড়ুয়া, উত্তম বড়ুয়া, নিকাশ বড়ুয়া, মাষ্টার চন্দন বড়ুয়া, সবুজ বড়ুয়া, রুবেল বড়ুয়া, প্রবূন বড়ুয়া, নিশু বড়ুয়া, পলিটন বড়ুয়া, অনন্ত চাকমা, সুমিত বড়ুয়া, ইউপি সদস্য লাকী বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, অসীম চাকমা প্রমুখ।

যাযাদি/ এস