উপজেলা নির্বাচন: নাজিরপুরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ১৩:১২

না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতিনিধি

সারা দেশে ৬ষ্ঠ ধা‌পে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জমজমাট প্রচারণা। এ নির্বাচনে কে কোন পদে লড়বেন- এমন আলোচনা এখন পিরোজপুরের নাজিরপুর উপজেলার সর্বত্র।

এবার সারা দেশে ভোটগ্রহণ হবে চার ধাপে। কোন ধাপে, কোন উপজেলায় কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে তারও একটি তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

সেই অনুযায়ী জেলার নাজিরপুর উপজেলায় ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক এ তারিখ ঘোষণার পরপর নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস, কেউবা ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে গণসংযোগ, আবার আড্ডা-আলোচনাসহ নানান পরিবেশে প্রার্থিতার জানান দিয়ে দোয়া ও সমর্থন চেয়ে নিচ্ছেন। সম্ভাব্য চার চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সাবেক মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ছোট ভাই সাংবাদিক এস এম নুরে আলম সিদ্দিক শাহিন, উপজেলা পরিষদের সাবেক দুইবারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার, ডাকসুর দুইবারের ভিপি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমএলএ (প্রাদেশিক পার্লামেন্ট সদস্য-১৯৬৫-৭০) নিরোদ বিহারী কুমার নাগের ছেলে ডাক্তার দীপঙ্কর নাগ এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট দ্বীপ্তিষ চন্দ্র হালদার।  

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদাউস রুনা, উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি আলো রানী ও মারুফা আক্তারের কথা শোনা যাচ্ছে। 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান সাবেক  ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু আবারো নির্বাচন করবেন বলে শোনা গেছে। এ পদে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিৎ সিকদার নামও সম্ভাব্য প্রার্থীর তালিকায় উঠে এসেছে। আরেক সম্ভাব্য প্রার্থী হলেন উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী (তাপস)। এ ছাড়া নাজিরপুর সদর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাসুদ খানের ছেলে তরুণ সমাজসেবক জহিরুল ইসলাম খান (হৃদয়) নির্বাচন করবেন বলে জানিয়েছেন।          

অপরদিকে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু হাসান খান জানায়, আওয়ামী লীগ সরকারের পাতানো এ নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। কাজেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কোনো নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। 

যাযাদি/ এসএম