সুবর্ণচরে ৭ মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ৩০ মার্চ ২০২৪, ১৪:৪৪

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বর থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৩০ মার্চ মধ্যরাতে  উপজেলার চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের প্রভিটা কারখানা সংলগ্ন সেলিম এর দোকানঘর হইতে এ চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

চরজব্বর থানা সূত্রে জানা যায়, ২৯ মার্চ মধ্যরাত থেকে ৩০ মার্চ ভোর ৫টা পর্যন্ত তথ্যের ভিত্তিতে সুবর্ণচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৭টি মোটরসাইকেল ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে চোর দলের অন্যতম সদস্য লোকমান (৫১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ চরজব্বর থানা এলাকায় চোর চক্র মোটরসাইকেল চুরি করে আসছিল। চরজব্বর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এর তদারকিতে সঙ্গীয় ফোর্স এস আই মো.মতিউর মোল্লা অভিযান পরিচালনা করে ১নং চরজব্বর ইউনিয়নের জাহাজমারা গ্রামের প্রভিটা গেইট সংলগ্ন চেউয়াখালী বাজার- চরবসু পাকা সড়কের দক্ষিন পার্শ্বে সেলিম এর আধা পাকা দোকানঘরের ভিতর হইতে চোর চক্রের সদস্য মোঃ মহিন উদ্দিন(৩০) এর হেফাজতে থাকা ৭টি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত চোর সেলিমের দেওয়া তথ্যানুযায়ী পরবর্তী অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা হলো. চরজব্বর ইউনিয়নের জাহাজহমারা গ্রামের মো.সেলিম এর ছেলে মো. মহিন উদ্দিন ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মৃত. মোজাফ্ফর আহম্মদ এর ছেলে লোকমান (৫১)

এ ঘটনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম বলেন, চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/ এসএম