কেন্দুয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ১৭:৫০

কেন্দুয়া প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া থানার আয়োজনে রোববার (৩১ মার্চ) দুপুরে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে 'ওপেন হাউজ ডে'। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হক পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত  পুলিশ সুপার হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার,সিনিয়র সহকারী পুলিশ সুপার  কেন্দুয়া  সার্কেল হোসাইন  মোহাম্মদ ফারাবী, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কেন্দুয়া উপজেলাকে  মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক শিক্ষিকাবৃন্দ, গণ্যমান্য বক্তিবর্গ ও  বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

যাযাদি/ এম