রায়পুরে এমএম কলেজ ভবন স্থানান্তর ও ইফতার মাহফিল

প্রকাশ | ৩১ মার্চ ২০২৪, ১৯:০৬

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মমতাজেন্নেছা মেমোরিয়াল কলেজ শাখা (এমএম কলেজ) ভবন মাতাব্বরহাট থেকে রাখালিয়া মিলগেটের সামনের শেখ আজিজ ভবনে স্থানান্তর করা হয়েছে। কলেজটি ১৫ জন শিক্ষক একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন।

এ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ রোববার বিকালে (৩১ মার্চ) জনপ্রতিনিধি, শিক্ষক, ভর্তিকৃতব্য শিক্ষার্থী, সাংবাদিক, সমাজসেবক ও সুশিল সমাজের নেতৃবৃন্দুকে নিয়ে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসময় কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ মারুফ বিন জাকারিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মামুন বিন জাকারিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান এডঃ ইউসুফ জালাল কিসমত, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, দালাল বাজার ইউপির সাবেক চেয়ারম্যান নুর নবি চৌধুরী, মমতাজেন্নেছা কলেজের নবাগত অধ্যক্ষ আবদুল মান্নান, উপাধ্যক্ষ রবিউল আউয়াল, প্রভাষক নিজামুর রহমান, শিক্ষানুরাগী আশরাফুর রহমান বাবু ও আবদুর রব মাষ্টার প্রমুখ।

যাযাদি/ এম