৫ দিন পর গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ১১:৫৪

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
-ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজে  একই পরিবারের   ৪ জন দগ্ধ্ হওয়ার ঘটনায় সোমবার ভোর রাতে স্বামী নুরুল ইসলাম নান্নাু মিয়া ও স্ত্রী  সুফিয়া বেগম মারা গেছেন। 

তারা গত পাঁচদিন ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে লাইফ সাপোর্টে ছিলেন। দগ্ধ অপর দুই জন হলেন নুরুল ইসলাম নান্নুর মেয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থী নিশরাত জাহান সাথী (২২) ও ছেলে সাভার মডেল কলেজ থেকে এ বছর এইচএ্সসি পরীক্ষার্থী আল হাদী সোহাগও (১৮) তারা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

জানা গেছে, গত বুধবার রাতে ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের মোকামটোলা মহল্লার আমেরিকা প্রবাসী ইব্রাহিম হোসেনের চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে সাহরীর জন্য রান্নার করতে রান্না ঘরে যান সুফিয়া বেগম। তিনি গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো ফ্লাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

যাযাদি/ এস