পীরগঞ্জে এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ১২:০১

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোগর পটুয়াপাড়া এবতেদায়ী হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ্ বোডিং এর নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। 

রোববার বিকালে সেনাবাহীনির অবসরপ্রাপ্ত কর্ণেল সোহেল রানার পৃষ্ঠপোষকতায় ভিত্তি প্রস্তুর নির্মাণ অনুষ্ঠানে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শইদুল হক, গোগর এবতেদায়ী হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ্ বোডিংয়ের সভাপতি একেএম মঈনুল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক ডি.এন কলেজের প্রভাষক এমএ মোমিন, রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য পরিদর্শক বকুল আলম, এবতেদায়ী হাফেজিয়া এতিমখানার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা রবিউল ইসলাম, হাফেজ আবু রায়হান, মাওলানা নোমান আহমেদ, সহকারি শিক্ষক আব্দুস সালাম, শাহআলম প্রমূখ। পরে এতিমখানার ১২০ জন শিক্ষার্থী ও ৫জন শিক্ষকের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

যাযাদি/ এসএম