মেলান্দহে ট্রাক চাপায় ভটভটি চালক নিহত

প্রকাশ | ০১ এপ্রিল ২০২৪, ১৪:০৪

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে ট্রাক চাপায় সোহেল রানা (২৮) নামে এক ভটভটি ড্রাইভার নিহত হয়েছে। রোববার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার মামাভাগিনা বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভটভটি ড্রাইভার উপজেলার বেতমারি গ্রামের দক্ষিণ পাড়ার ফটিক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধান ভর্তি একটি ভটভটি জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিলো। পিছন দিক থেকে একটি ট্রাক জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মামা ভাগিনা বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় ধান ভর্তি ভটভটিকে চাপা দেয়। এতে ভটভটি চালক সোহেল রানা ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় মালঞ্চ বাজারে ঘতক ট্রাকটিকে (ঢাকা মেট্রো ট-১১-৬৩৮৯) আটকে রাখে। কৌশলে পালিয়ে যায় ট্রাকটির চালক ও তার সহযোগী। পরে খবর পেয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক মো: রফিক ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ  বলেন, আটক ট্রাকটি থানায় নেয়া হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷ পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

যাযাদি/ এসএম