উলিপুরে কয়েক হাজার লিটার পেপসি ফেলা হল পুকুরে 

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২৪, ১০:৪২ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৯

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

নষ্ট হয়ে যাওয়া হাজার হাজার লিটার পেপসি ফেলা হলো পুকুরে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। উলিপুরে তরল জাতীয় ভোজ্য ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। 

গত কয়েকদিন আগে উলিপুর পৌরসভার রামদাস ধনী রাম তেঁতুলতলা বাজারের পাশে পেপসি ডিলার মো. রেজাউল আলম নষ্ট হয়ে যাওয়া কয়েক হাজার লিটার পেপসি পুকুরে ফেলেন। এতে করে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। 

সাধারণ মানুষ জানান, এমন কাজ যারা পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে।

এ ব্যাপারে পৌর মেয়র জানান, আমার কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন প্রকার অভিযোগ আসেনি। অভিযোগ আসলে উক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি  আমার জানা নাই, আমার নিকট অভিযোগ আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

যাযাদি/ এস