ভাঙ্গায় হাতের মধ্যে রড ঢুকে ঝুলে ছিল শিশুর শরীরে

প্রকাশ | ০৭ এপ্রিল ২০২৪, ২০:১৭

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের লোহার বাউন্ডারি টপকে পার হতে গিয়ে মোঃ রেদোয়ান (১০) নামের এক শিশুর হাতে ঢুকে পড়ে লোহার রড। হাতের মধ্যে রড ঢুকে পড়ায় তার পুরো শরীরটি রডের সাথে অনেক সময় ঝুলে থাকে। রেদোয়ান ভাঙ্গা পৌরসভার ১নং ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং ভাঙ্গা পৌরসভার রুলার চালক আলাল মাতুব্বরের ছেলে। 

শনিবার (৬ এপ্রিল ) সন্ধ্যা সাতটার সময় এ  দুর্ঘটনাটি ঘটে। শিশুটির চিৎকারে সহপাঠীরা এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের একটি দল  তার  রড বিদ্ধ  হাতের দুই পাশের  লোহার রড কেটে   তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করে।

এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবু জাফর জানান, ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের রডের বাউন্ডারির গ্রীল এর উপরে উঠে পার হওয়ায় সময় রডের গ্রীল ছেলেটির হাতের বাহুর মধ্যে দিয়ে ঢুকে যায়। 

দীর্ঘক্ষণ ছেলেটা আটকা ছিল। সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার হাতের দুই পাশের রড কেটে ছেলেটিকে উদ্ধার করি। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

যাযাদি/ এম