আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে

প্রথমবারের মত পাংশায় হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত 

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ১১:০৮ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১১:১৭

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় প্রথমবারের মত হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় আবুল কাশেম ফাউন্ডেশনের আয়োজনে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমি মিলনায়তনে। 

প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার কারীকে ১৫ হাজার টাকা, ২য় স্থান অধিকার কারীকে ১০ হাজার ও ৩য় স্থান অধিকার কারীকে ৮ হাজার টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়। এ প্রতিযোগীতায় অংশ গ্রহণ কারী সকল প্রতিযোগীকে ১ হাজার টাকা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন আবুল কাশেম ফাউন্ডেশন। এ প্রতিযোগীতায় ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের হাফেজ ছাত্ররা অংশ গ্রহণ করেন। 

দিনব্যাপী এ প্রতিযোগীতা শেষে পরুস্কার বিতরনী অনুষ্ঠানে আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাপান প্রবাসী মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা এনামুল হকের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা নুরুল ইসলাম, রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, পরানপুর দাখিল মাদরাসার সুপার, প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোঃ মনজুরুল ইসলাম মিয়া প্রমুখ। 

এ প্রতিযোগীতার বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হাফেজ হাসিবুর রহমান, হাফেজ মুসফিকুর রহমান ও হাফেজ আহমাদ উল্লাহ। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ (তাজুল ইসলাম মডেল মাদ্রাসা) মুহাম্মদ তামিম খান (বয়রাট মাজাইল ফাযিল মাদ্রাসা হেফজ শাখা) তরিকুল ইসলাম (মারকাতুজ তাহফিজ মাদ্রাসা)। 

পরুস্কার বিতরণী শেষে আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম বলেন, প্রথম বারের মত আমরা এ প্রতিযোগীতার আয়োজন করেছি এ ধারা অব্যাহত রাখার চেষ্ঠা করব আমরা। আমার পিতার নামের এ ফাউন্ডেশন আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। যেন আমরা আরো ভাল কাজ করতে পারি। 

যাযাদি/ এসএম