নাঙ্গলকোটে ১০ টাকার বাজারে ১৫ রকমের খাদ্যসামগ্রী বিক্রয়

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ১৪:৪৭

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামে যুব সমাজ ও প্রবাসী ঐক্য সংগঠনের উদ্যোগে সোমবার  রায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ১০ টাকার বাজার বসে, ১০ টাকার বিনিময়ে হতদরিদ্র ক্রেতারা পাচ্ছেন মোরগ, ডিম, লাচ্চি সেমাই, দেশী সেমাই, চিনি, কিসমিস, বাদাম, গুড়ো দুধ, নুডুলস, তৈল, পোলাও চাল, মুসুর ডাল, পেঁয়াজ, রসুন, আদা ।

আর এ ব্যতিক্রম ধর্মী এ আয়োজনটি রায়কোট গ্রামের যুব সমাজ যারা পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত আছেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে এ আয়োজন করা হয়।

রায়কোট যুব সমাজ ও প্রবাসী ঐক্য সংগঠনের উদ্যোক্তা ফরহাদ হোসেন মজুমদার,ইউপি সদস্য নাছির উদ্দীন মোল্লা, দুবাই প্রবাসী আহসান হাজারী বলেন, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দরিদ্র পরিবারের জন্য ১০ টাকার বাজার আয়োজন করেছে এটা খুবই ভালো উদ্যোগ। ১০ টাকার বিনিময়ে ১০ রকমের মালামাল কিনতে পারছেন। আশাকরি ভরিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করবে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

যাযাদি/ এসএম