গৌরনদীতে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২৪, ১৯:২৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার বিকেলে বরিশালের গৌরনদীতে এতিমখানা ও মাদ্রাসার দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করাসহ তাদেরকে নিয়ে ইফতার মাহফিল এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হংকং প্রবাসী মানবাধিকার সংগঠক লায়ন দিদার সরদারের ব্যবস্থাপনায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বেসরকারি সংস্থা বিডিএস এর সাবেক এরিয়া ম্যানেজার এস, এম মেহেদী হাসান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ বস্ত্র বিতরণ, ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী প্রকৌশলী এস, এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দখিনের খবরের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কাজী মোঃ জাহাঙ্গীর। 

উল্লেখ্য, ওই অনুষ্ঠানে এতিমখানা ও মাদ্রাসার ১০০ জন দরিদ্র অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। 

যাযাদি/ এম