শাল্লায় ভিজিএফের চাল লুটপাটের অভিযোগ

প্রকাশ | ১০ এপ্রিল ২০২৪, ১৫:৪৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

সুনামগঞ্জের শাল্লায়  গরীব  অসহায়দের  জন্য  বরাদ্ধকৃত  ভিজিএফের  চাল  বিতরণ  কালে  লুটপাটের অভিযোগ  উঠেছে  ইউপি  সদস্য  কামরুজ্জানের  বিরুদ্ধে ।

আটাগাঁও  ইউনিয়নের  ৩ নং  ওয়ার্ডে  গত শনিবার  এ  ঘটনা  ঘটেছে ।

জানাগেছে  ভিজিএফের  চাল  লুটপাটের ঘটনায়  দায়িত্বরত  ট্যাগ  অফিসার  কালিপদ দাস  ইউপি  সদস্য  কামরুজ্জানের  ভাতিজা লোকমানকে  আটক  করে ।  ভ্রাম্যমান আদালত  তিন  হাজার  টাকা  অর্থদণ্ড  করেন লোকমানকে ।  এ  ভ্রাম্যমান  আদালত পরিচালনা  করেন  উপজেলা  নির্বাহী  অফিসার আলাউদ্দিন ।

ট্যাগ  অফিসার  কালিপদ  দাস  জানান  ইউপি সদস্যের  উপস্থিতিতে  ভিজিএফের  চাল লুটপাট  করে ।  এসময়  ইউপি  সদস্য কামরুজ্জানের  ভাতিজা  লোকমানকে  আটক করা  হয় ।  ইউপি  সদস্য  কামরুজ্জান  পালিয়ে যায় ।

এ  ব্যাপারে  আটাগাঁও  ইউনিয়ন  পরিষদের  চেয়ারম্যান  আব্দুল্লাহ  আন  নোমান  জানান তিন নং  ওয়ার্ডে  ভিজিএফের  চাল  লুটপাটের ঘটনা  ঘটেছে  শুনেছি  ।

ইউপি  সদস্য  কামরুজ্জানের  সাথে  কথা  হলে চাল  লুটপাটের  ঘটনার  বিষয়ে  মুখ খোলেননি ।

যাযাদি/ এস