সদরঘাটে লঞ্চ দূর্ঘটনায় নিহত পটুয়াখালীর রিপনের দাফন সম্পন্ন

প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৪, ০৯:২২

পটুয়াখালী প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

রাজধানী ঢাকা লঞ্চের রশি ছিঁড়ে  আঘাতে লেগে নিহত পটুয়াখালীর রিপন হাওলাদারের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (১২ এপ্রিল) বাদ জুম্মা সদর উপজেলার শিয়ালী হাওলাদার বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সদর উপজেলার শিয়ালী গাজী বাড়ি জামে মসজিদ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন গাজী বাড়ি জামে মসজিদের খতিব মাও. মোঃ কাওছার হোসেন। 

এদিকে সকালে তাদের মরদেহ সদর উপজেলার শিয়ালী  নিজ বাড়িতে এসে পৌঁছায়। লাশবাহী এম্বুলেন্স আসলে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতকে এক নজর দেখতে এম্বেুলেন্স ও বাড়িতে ভিড় করে এলাকাবাসী। নিহতেট পরিবারে চলছে শোকের মাতম।
 
নিহতের স্বজনরা জানান, পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুকে এতিম হয়েছে তার তিন মেয়ে ও এক ছেলে ও স্ত্রী। তার পরিবারের পাশে সরকারের দারানোর দাবি জানাচ্ছে এলাকাবাসী।
ভক্সপপ-৪ জন 

এদিকে লাশ এলাকায় পৌছলে তাৎক্ষণিক নিহতদের বাড়ি পৌছান জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। আর নিহতের পরিবারের পাশে দাড়ানোর কথা জানান জেলা প্রশাসক। 

নিহত রিপন সদর উপজেলার শিয়ালী এলাকার বাসিন্দা জয়নাল হাওলাদারের ছেলে। 

বৃহস্পতিবার ঈদ-উল-ফিতরের দিন বিকেলে বাড়ি ফেরার জন্য যাত্রীরা সদরঘাটে উপস্থিত হলে রশির আঘাতে ৫ যাত্রী নিহত হন। 

যাযাদি/ এস