কটিয়াদীতে সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
প্রকাশ | ১৩ এপ্রিল ২০২৪, ২০:১৯
কিশোরগঞ্জের কটিয়াদীতে পরিবর্তন একটি সামাজিক সংগঠনের ব্যবস্থাপনায় চরপুক্ষিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চরপুক্ষিয়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পরিবর্তনের সভাপতি মাহবুবুর রহমান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সাবেক উপ-সচিব ড. গোলাম মোস্তফা জাহাঙ্গীর।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবর্তন এর প্রধান উপদেষ্টা ও প্রাক্তন শিক্ষার্থী মো: রফিকুল ইসলাম মজনু, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক মইনুজ্জামান অপু, রাজনীতিবিদ শফিকুল ইসলাম নাজনু, সাবেক সহকারী শিক্ষা অফিসার শামসু উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত প্রাধন শিক্ষক আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত প্রাধন শিক্ষক কাইমুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আফতাব উদ্দিন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মনোয়ারা খাতুন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আনোয়ারা খাতুন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রেবেকা সুলতানা, সাংবাদিক সরোয়ার হোসেন শাহীন, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হাদী শাহীন, মাসুদ রানা, সমাজসেবক মাহমুদুল হাসান মামুন, রক্তদান সমিতির সমন্নয়ক বদরুল আলম নাঈম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবর্ত এর অর্থসম্পাদক মোস্তাফিজুর রহমান সাব্বির।
যাযাদি/ এস