শ্রীমঙ্গলে ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৪, ০৯:০৫

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। 

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমান, ড. উর্মি বিনতে সালাম জেলা প্রশাসক মৌলভীবাজার, মোঃ মনজুর রহমান, বিপিএম, পিপিএম (বার) পুলিশ সুপার, মৌলভীবাজার। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, যুবলীগ নেতা আবু তালেব বাদশা, আকবর হোসেন শাহীন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন দেবাশীষ চৌধুরী রাজা। 

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে শেলী সুত্রধর, কৃষ্ণা সুত্রধর, মৃতুঞ্জয় দাস, সংহিতা সূচী, দেবফনী ধর তুলি, তূর্য- রোহিত। নৃত্য পরিবেশন করে নাট্যবেদ শিল্পী গোষ্ঠী, সম্মেলক শিল্পী গোষ্ঠী, দৈত নৃত্য করে ভূমি, ঋতিকা। এছাড়াও কাঠি নৃত্য পরিবেশন করে চা শ্রমিক নৃত্য শিল্পীরা।


যাযাদি/ এস