নেত্রকোনায় মঙ্গল শোভাযাত্রা
প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৪, ১২:১২
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল শোভাযাত্রা উদ্ধোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
মঙ্গল শোভাযাত্রায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক www বাচ্চু, পৌর কাউন্সিলর শামীম রেজা সরল খান, নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি দেবাশীষ সরকার, সাধারন সম্পাদক চিন্ময় তালুকদার প্রমুখ।
যাযাদি/ এস