ভাঙ্গায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপিত

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৪, ১৭:২৬

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ফরিদপুরের ভাঙ্গায়  বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।  

রবিবার(১৪ এপ্রিল )সকাল ৯ টায় ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত -এ- খুদার নেতৃত্বে উপজেলা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে ভাঙ্গা বিশ্বরোডের বঙ্গবন্ধু চত্বর ঘুরে ভাঙ্গা আদালত পাড়া  হয়ে পুনরায় উপজেলা প্রাঙ্গণে ফিরে আসে। 

মঙ্গল শোভাযাত্রায়  বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রায় বাংলার আবহমান কালের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির  বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পলাশ বিশ্বাস এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান  রাজা,সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা  কর্মকর্তা রবিন বিশ্বাস , উপজেলা কৃষক উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম ,উপজেলা  একাডেমিক সুপারভাইজার প্রহলাদ চন্দ্র বিশ্বাস,ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাম বাংলার খাবার "পান্তা ইলিশের" ব্যবস্থা করা হয়।

যাযাদি/ এস