কলমাকান্দায় কৃষক আনন্দ মেলা উদ্বোধন

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৪, ১৮:০৫

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নেত্রকোণার কলমাকান্দা বাংলা নববর্ষ উপলক্ষে আজ ১৪ই এপ্রিল ২ দিনব্যাপী কৃষক আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। 

নেত্রকোণা-১ আসনের তরুণ-স্মার্ট সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী মহোদয়ের ‘কৃষকই শক্তি, কৃষিতেই মুক্তি, কৃষক আমার অহংকার’ প্রতিপাদ্যের আলোকে উভয় উপজেলার কৃষক আনন্দ মেলা উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক সাংসদ রুহী উক্ত মেলার আয়োজন করেছেন। মেলায় ২ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, কৃষকদের জীবনমান নিয়ে আলোচনা সভা, স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন স্টলে কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়াদি সংক্রান্ত বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

এ ব্যাপারে কলমাকান্দা স্টেডিয়াম মাঠে বিশাল কর্মযজ্ঞ চলছে। আজ দুপুর ২ টায় উক্ত কৃষক মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। এছাড়া বর্ণাঢ্য র‌্যালি কলমাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেছে। কৃষক মেলায় হাজার হাজার কৃষকসহ স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করছেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

যাযাদি/ এস