আড়াইহাজারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২৪, ২১:১৯

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে  নতুন বছরকে স্বাগত জানিয়ে ঢাক-ঢোল পিটিয়ে বাদ্যের তালে, নাচ-গান ও হৈ হুল্লোড়ে মেতে মঙ্গল শোভাযাত্রা করেছেন নানা শ্রেনী পেশার মানুষ। রোববার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়মা আফরোজ ইভা, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ মোঃ সুন্দর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান রফিকুল ইসলাম রফিক , আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হুমায়ূন কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, উপজেলা হিসাব রক্ষক কর্তকর্তা আঃ জব্বার, সমবায় কর্মকর্তা নাহিদা নাছরিন, প্রকল্প কর্মকর্তা শারমিন সুলতানা, পরিবার পরিকল্পনা বিভাগের ডাঃ রীতা ফারিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা শাহান শাহ ভুইয়া, পরিসংখ্যান কর্মকর্তা মো: ডালিম, তথ্যসেবা কর্তকর্তা তাছলিমা আক্তার, সহকারী শিক্ষা অফিসার খাদিজা আক্তার, উপজেলা প্রাথমকি শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেনসহ সরকারি কর্মচারীবৃন্দ। 

মঙ্গল শোভাযাত্রা শেষে সকলের উপস্থিতি নিয়ে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ ভোজের আয়োজন করেন উপজেলা প্রশাসন। পরে উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ ১৪৩১ বরণে এক বর্ণাঢ্য সম্প্রীতির আলোচনা সভা র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে করা হয়।

যাযাদি/ এস