মধুপুরে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৪, ১৩:৩০

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে রোববার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা র‌্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালীতে নানা বয়সের নারী-পুরুষ,কচিকাচা কেউ পাঞ্জাবী, কেউ বাসস্তি শাড়ী পরে র‌্যালীতে অংশগ্রহকরে গানের তালে তালে নাচতে থাকে। র‌্যালীটি পৌর শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক পৃথক ভাবে পান্তা ইলিশ উৎসবের আয়োজন করে।

মঙ্গল শোভা যাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু নির্বাহী অফিসার মো: জোবায়ের হোসেন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেকসহ অন্যরা।

এছাড়া মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, পৌর পরিষদের কাউন্সিলার, কর্মকর্তা, কর্মচারী, বীরমুক্তিযোদ্ধাগণসহ উপজেলার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

এদিকে নববর্ষ উপলক্ষে বাংলার ঘরে ঘরে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ। পহেলা বৈশাখ কে বরণ করে নিতে উপজেলা প্রশাসন, পৌর পরিষদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

যাযাদি/ এসএম