নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৪, ১৫:০৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ১৫:১০

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা শুভ নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে।  দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছেন।

সকাল ৯টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক নেতৃবৃৃন্দ সরকারি কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। 

যাযাদি/ এসএম