ভেদরগঞ্জ উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান পদে আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ | ১৫ এপ্রিল ২০২৪, ২১:৩৭
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট সমাজসেবক আজহারুল ইসলাম গাজী। এর আগে অনলাইনে মনোনয়নপত্র দাখল করে সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বরাবর তিনি মনোনয়ন পত্রের হার্ড কপি জমা দেন।
আজহারুল ইসলাম গাজী বলেন, নির্বাচন করতে এসেছি জনগনের সেবার উদ্দেশ্যে।যেভাবে কাজ করলে জনগণের মঙ্গল হয় সেভাবেই কাজ করব। তবে আমার এলাকায় ও ভেদরগঞ্জ উপজেলায় সর্বস্থরের জনগন আমাকে নির্বাচন করতে উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছে। আশাকরি আমি আগামি ৮ তারিখের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হব।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
যাযাদি/ এম