ডোমার উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদ পুনর্মিলনী
প্রকাশ | ১৭ এপ্রিল ২০২৪, ১৫:৪১
নীলফামারীর ডোমার উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর যোগদানের তিন বছর পূর্তি উপলক্ষ্যে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডাঃ ফারজানা আফরিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাহিদা তাসনীম হিমি, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াছমিন চৌধুরী, নার্সিং সুপারভাইজার রেবেকা সুলতানা, মিডওয়াইফ হাসিনা আক্তার, শিউলি রায়, সিনিয়র স্টাফ নার্স আক্তার বানু, এসএসিএমও সামিনুর ইসলাম, ফার্মাসিস্ট মনিরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী আনজারুল হক, গোলাম মোস্তফা লিটন, সিএইচসিপি জিয়াউর রহমান, সউদ-বিন-আল সাফা প্রমূখসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শেষে সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
যাযাদি/ এসএম